সেকেন্দ্রাবাদ ডি এস দাখিল মাদ্রাসা

সেকেন্দ্রাবাদ ডি এস দাখিল মাদ্রাসা

উপজেলা: শিবগঞ্জ, জেলা : বগুড়া।

প্রতিষ্ঠানের ইতিহাস | সেকেন্দ্রাবাদ ডি এস দাখিল মাদ্রাসা

প্রতিষ্ঠানের ইতিহাস

    Head of the Institue 30-11--0001

সেকেন্দ্রাবাদ ডি,এস দাখিল মাদ্রাসাটি বাংলাদেশের অন্যতম সুপরিচিত ও প্রসিদ্ধ নাম। মাদ্রাসাটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাধীন রায়নগর ইউনিয়নে ঐতিহাসিক মহাস্থান গড়ের প্রাণ কেন্দ্রে । এই মাদ্রাসাটি বিশিষ্ট সমাজ সেবক প্রতিষ্ঠানের সফল প্রতিষ্ঠাতা বরেণ্য ব্যাক্তিত্ব ও স্থানীয় গন্য মান্য ব্যাক্তি বর্গের অদম্য প্রচেষ্টায় অত্র মাদ্রাসাটি ১৯৩৪ ইং সালে প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসাটি জাতীয় পুরষ্কার প্রাপ্ত ।এই  মাদ্রাসাটি দেশ বিদেশে সুনাম অর্জনে সক্ষম হইয়াছে প্রতি বৎসর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবতেদায়ী সমাপনী পরীক্ষা, জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা ও দাখিল পরীক্ষায় কৃতিত্বের সাথে জি. পি. এ ৫ সহ শত ভাগ পাশ করে অনেকেই বৃত্তি প্রাপ্ত হচ্ছে । এই প্রতিষ্ঠান হইতে সনদ প্রাপ্ত হয়ে হাজার শিক্ষার্থী আলেম ও হাফেজী কোরান দেশ বিদেশে বিভিন্ন মুখী খিদমতে আনজাম দিয়ে সুখ্যাতি অর্জন করিয়াছে । এ ছাড়া প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা যেমন, কম্পিউটার, সেলাই, নার্সারী, ইলেকট্রিক্যালসহ বিভিন্ন হাতের কাজ শিক্ষা দেয়া হয় । সার্বিক দিক দিয়ে এ মাদ্রাসাটি অত্র এলাকার ইসলাম ও আধুনিক মূল্যেবোধের  এক অন্যান্য দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান । প্রতিষ্ঠা লগ্ন থেকে মাদ্রাসাটি তার মহান লক্ষ্য অর্জনে সুখ্যাতি ও কৃতিত্বের সাক্ষর রেখে চলেছে দেশ বিদেশে । মাদ্রাসাটি উত্তরোত্তর উন্নত-অগ্রগতি ও সুনাম অর্জনে সুবিজ্ঞ শিক্ষকমন্ডলীর অক্লান্ত পরিশ্রম এবং দেশ বিদেশের দ্বীন দরদী শুভাকাঙ্খী ও দানশীল ভাই- বোনদের সার্বিক সহযোগীতা বিশেষভাবে স্বরণীয় । সর্বোপরি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমত ও করুনার দৃষ্টিই মাদ্রাসাটি চলার প্রধান পাথেয়।



মোহাম্মদ আব্দুল মতিন


সুপারিনটেনডেন্ট


সেকেন্দ্রাবাদ ডিএস দাখিল মাদ্রাসা


শিবগঞ্জ, বগুড়া।








প্রতিষ্ঠাকালঃ ১৯৩৪ ইং




প্রতিষ্ঠাতাঃ


মৃত্যু: আলহাজ্ব ময়েন উদ্দিন প্রাং

মৃত্যু মমিন উদ্দিন প্রাং   

মৃত্যু আলহাজ্ব ছলিম উদ্দিন প্রাং

মৃত্যু: আলহাজ্ব আমির উদ্দিন 


দাতা সদস্য (জীবিত):


 জনাব শরিফুল  ইসলাম (জিন্নাহ্) মাননীয় সংসদ সদস্য (এম পি) বগুড়া

 মোছা : ফাতেমা  বেগম




Download Attachment
সাম্প্রতিক প্রকাশিত